কৃষ্ণ সুধামা কমিটির পক্ষ থেকে বিশ্ব শান্তি যোগ্য অনুষ্ঠানের আয়োজন - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, কৃষ্ণ সুধামা কমিটির পক্ষ থেকে বিশ্ব শান্তি যোগ্য অনুষ্ঠানের আয়োজন

কৃষ্ণ সুধামা কমিটির পক্ষ থেকে বিশ্ব শান্তি যোগ্য অনুষ্ঠানের আয়োজন

-----------------------------------
কৃষ্ণ সুধামা কমিটির পক্ষ থেকে বিশ্ব শান্তি যোগ্য অনুষ্ঠানের আয়োজন করেন ময়নাগুড়ি ব্লকের উত্তর ভোট পার্টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে ১২১ জন পুরোহিতদের নিয়ে এই যজ্ঞের আয়োজন করা হয় তারা জানায় সমাজের শান্তি কামনায় যাতে আমাদের সমাজে সুখ শান্তি বিরাজ করে এই কারণেই তাদের এই যোগ্য অনুষ্ঠান তবে ২৫ শে ডিসেম্বর উপলক্ষে ১২১ জন পুরোহিত বিভিন্ন কারণে আসতে না পারায় এরমধ্যে ৫১ জন পুরোহিতি দিয়ে তাদের আজকের এই যজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছিল এই জজ্ঞা অনুষ্ঠানে বিশেষভাবে সহযোগিতা করেছেন ময়নাগুড়ি ব্লক পুরোহিত কল্যাণ সমিতি এবং ভটপটির সমস্ত জনগণ এ অনুষ্ঠানের সহযোগিতা করেছেন কলস বরন নগর পরিকল্পনা এবং পতাকা উত্তোলনের মাধ্যমে যোগ্য অনুষ্ঠানটি শুরু করা হয়। এরপর অতিথিদের বরণ করেই, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, সন্দ্বীপ রায়, ভোট পার্টি ফাঁড়ি থানার ইনচার্জ, আরো অনেকেই, এই অনুষ্ঠানে সকলের ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায় প্রদীপ চক্রবর্তী বলেন, আমরা এবছর প্রথম করলাম খুব সুন্দর সারা পেয়েছি, আশা রাখছি আগামী বছরও করব, আমরা এই যোগ্য সবার ভালোর জন্যই করছি।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close