রাজগঞ্জ: রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের অন্তর্গত তসর পাড়া গ্রামের বীরেন্দ্র নাথ রায়ের ধানের গাদায় আগুন। তবে কি করে আগুন লাগলো, বা কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে দিয়েছে নাকি সেই বিষয়টি এখনও অজানা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
-----------------------------------
জানা গেছে গতকাল রবিবার রাত আনুমানিক সাড়ে ১১ টায় স্থানীয় এক যুবক পাশের গ্রাম থেকে বিয়ে খেয়ে ফিরছিলেন, কখনোই দেখতে পান ধানের গাধায় চলছে দাউ দাউ করে আগুন। তৎক্ষণাৎ খবর দেন পরিবারের লোকজনকে।
ধীরেন্দ্রনাথ রায়ের পরিবারের সকল সদস্যরা চিৎকার শুরু করেন। চিৎকার চেঁচামেচি শুনে পাড়ার প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। অনেকক্ষণ পর চেষ্টা করে আগুন নেভানো সম্ভব হয়, তবে ধানের অনেক শতাংশ পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। তবে স্থানীয় পঞ্চায়েত জানায় মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ধানের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। কিছুদিন আগেও পাশের পাড়ায় ঠিক এরকম একটি ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ। সম্পূর্ণ ঘটনা তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।