এদিন বুধবার ভোর হতেই জলপাইগুড়ি শহরের প্রধান ব্যবসা কেন্দ্র দিনবাজার সংলগ্ন করলা সেতুর উপর একটি ব্যাগ পরে থাকতে দেখতে পান পথচলতি মানুষজন। ব্যাগ দেখার পরেই তারা লক্ষ্য করেন সেতুর রেলিং এর সঙ্গে বাধা একটি গলার মাফলার। রেলিং থেকে নিচের দিকে তাকাতেই চমকে তাজ্জব হয়ে ওঠেন পথ চলতি মানুষজন। দেখতে পান মাফলারের ফাঁসে ঝুলছে এক যুবক। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পৌঁছায় জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ। জানা গিয়েছে মৃত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। সেখানকার স্থানীয় বাসিন্দারা মনে করছেন ওই যুবক এলাকার স্থানীয় নয়।
-----------------------------------