গজলডোবা যাওয়ায় পথে করতোয়া সেতুতে ফাটল, বন্ধ করে দেওয়া হয়েছে সেতু। যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থার দাবিতে পথ অবরোধ করলেন বাসিন্দারা। শুক্রবার গজলডোবা ফুলবাড়ি ক্যানাল রোডে পারমুন্ডা মোড়ে (Parmunda More) রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।
শিলিগুড়ি (Siliguri) থেকে গজলডোবায়(Ghazaldoba) যেতে ওই ক্যানাল রোড দিয়ে যেতে হয়। পথে সাহুডাঙ্গি (Sahudangi) এলাকার রেলওয়ে ওভারব্রিজের কিছুটা দূরে শিমুলগুড়ি(Shimulguri) এলাকায় করোতোয়া নদীর উপর সেতু বেহাল হয়ে যাওয়ায় গত ১৮ ডিসেম্বর থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।যার জেরে সমস্যায় বাসিন্দারা।
এদিন অবরোধকারীরা বলেন, মান্তাদারি(Mantadari) গ্রাম পঞ্চায়েত ও পার্শ্ববর্তী এলাকার অধিকাংশ মানুষ শিলিগুড়ির ওপর নির্ভরশীল। তাদের মধ্যে কেউ সবজি বা মাছ বিক্রি করতে, কেউ দিনমজুরের কাজ বা বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন শিলিগুড়িতে যায়।সেই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম সমস্যায় পড়েছেন। পড়ুয়াদের স্কুল-কলেজে যেতে ও রোগীকে হাসপাতালে নিতে বেশি সমস্যা হচ্ছে। ঘুরপথে আমবাড়ি(Ambari) হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে অনেকটা পথ যেতে হয় এবং আমবাড়ি রেল গেটের কারণে অনেকটা সময় আটকে থাকতে হয়। এই কারণে বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মান্তাদারি গ্রাম পঞ্চায়েত প্রধান দীপক বিশ্বাস, তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি তুষারকান্তি দত্ত সহ এলাকার জনপ্রতিনিধিরা। তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি তুষারকান্তি দত্ত জানান, প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথে চলাচল করে। তাই যাতে একটি ডাইভারশন সেতু করা হয় সেব্যাপারে বিডিও এবং বিধায়কের সঙ্গে কথা বলবো।