কোটি টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল বেলাকোবা বনদপ্তর - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! কোটি টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল বেলাকোবা বনদপ্তর

কোটি টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল বেলাকোবা বনদপ্তর

ফের বড় সাফল্য বেলাকোবা বনদপ্তরের। কয়লা বস্তার আড়ালে, পাচার হওয়ার আগে প্রায় কোটি টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল বেলাকোবা বনদপ্তর। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন সকালে অসম থেকে গুরগাঁওয়ে দুটি ১৪ চাকা গাড়ি করে কয়লার আড়ালে বার্মাটিক কাঠ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে বেলাকোবা বনদপ্তরের, রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে তদন্ত শুরু করেন। এদিন তদন্ত চলাকালীন জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের দশদরকা এলাকায় আটক করেন সেই দুটি গাড়ি।
গাড়ি আটক করলেও দুটি গাড়ির দুজন চালকের মধ্যে একজন চালক পালাতে সক্ষম হয়। এবং এক চালককে আটক করেন বনদপ্তর। ধৃত দুটি গাড়ি এবং আটক করা গাড়ি চালককে নিয়ে আসা হয় মান্তারদারি বিড অফিসে। ধৃত গাড়ি চালকের নাম রশিদ খান, দিল্লির বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃত গাড়ি চালককে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে। সম্পূর্ণ ঘটনা তদন্তে বেলাকোবা বনদপ্তর।

Advertisement
close