কামতাপুর আলাদা রাজ্যের দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম (KSDF) এর উদ্যোগে মহা গন সমাবেশ - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, কামতাপুর আলাদা রাজ্যের দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম (KSDF) এর উদ্যোগে মহা গন সমাবেশ

কামতাপুর আলাদা রাজ্যের দাবিতে কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম (KSDF) এর উদ্যোগে মহা গন সমাবেশ

-----------------------------------
ময়নাগুড়ি নিজস্ব প্রতিনিধিঃ কামতাপুর বেগল রাইজ্য আরো দাবি নিয়া কামতাপুরের রাজধানী শহর কোচবিহারত এক বিরাট মহা গনসমাবেশ অনুষ্ঠিত হলো কামতাপুর স্টেট ডিমান্ড ফোরাম এর উদ্যোগত। আজকের এই মহা গন সমাবেশ উওর বঙ্গ আরহ্ আসাম থেকে আসা জাতি মাটি ভাষা দরদি মানুষ উপস্থিত হয়। আজকের এই সভায় উপস্থিত সব মানুষের গোলায় হলুদ গামছা তার সাথে সগার গলায় একটাই শুর হামার কামতাপুর আলাদা রাজ্যের দাবিতে হবে।

বুধবার সকাল ছয়টা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকেই আলাদা রাজ্যের দাবিতে কোচবিহার রাসমেলার মাঠে উপস্থিত হয়
কামতাপুর পিপলস পার্টি ইউ কামতাপুর প্রগ্রেসিভ পার্টি কোচবিহার রাজবংশী জাতীয় মহাসভা অবিভক্ত গোয়ালপাড়া কোচ রাজবংশী ছাত্র সংস্থা গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন জি সি পি এ
সর্বভারতীয় কামতা কোচ রাজবংশী মহাসংঘ এ কয়টি দল অংশগ্রহণ করে মহা গণ সমাবেশ সকাল দশটা শুরু হয় ৫ টা সময় শেষ হয়।

এদিন কামোতাপুর পিপল স পার্টির সুপ্রিমো নিখিল রায় বলেন আজকের এই সভার মূল উদ্দেশ্য হলো গভর্মেন্ট কে বার্তা দেওয়া এবং সমস্ত জনগণ কে প্রতিভা করা কারণ আগামী দিনে আমাদের কামতাপুর আলাদা রাজ্য চাই আমাদের কামতাপুর আলাদা রাজ্য দিতেই হবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে আমাদের আলাদা রাজ্য করে দিতেই হবে তিনি দাবি করেন। কামতাপুর আন্দোলন যদি সেরকম আন্দোলন হয় তাহলে গভর্নমেন্ট আলাদা রাজ্য দিতে বাধ্য হবে এবং তিনি আরো বলেন যেসব শক্তিশালী দলগুলো আছে সেই দলের পাওয়ারফুল নেতা গুলোই আলাদা রাজ্যের পক্ষে রয়েছে এবং তিনি আরো বলেন যে দল আমাদের সাথে যেমন ব্যবহার করবে আমরা সেই দলের সাথে সেরকম ব্যবহার করব।

আমরা বহুদিন থেকেই আন্দোলন করে আসছি এ আশা দিচ্ছে সে আশা দিচ্ছে কিন্তু যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আসি সেটা কিন্তু আমাদের এখনো পূরণ হলো না আমরা আমাদের মত করে লড়াই চালিয়ে যাব, কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট অমিত রায় জানায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যদি আগামী দুই বছরের মধ্যেই লোকসভা এবং বিধানসভার আগেই এই কামতাপুর আলাদা রাজ্য করে না দেয় তাহলে গোটা উত্তরবঙ্গ কে আমরা স্তব্ধ করে দেব আমরা ১ ইঞ্চি জায়গা ছাড়বো না আমরা আলাদা রাজ্যের জন্য আন্দোলন চালিয়ে যাব।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close