ফের পথ দূর্ঘটনা রাজগঞ্জের গন্ডার মোড়ে, সরকারি বাসের সংঘর্ষে গুরুতর জখম ১ - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, ফের পথ দূর্ঘটনা রাজগঞ্জের গন্ডার মোড়ে, সরকারি বাসের সংঘর্ষে গুরুতর জখম ১

ফের পথ দূর্ঘটনা রাজগঞ্জের গন্ডার মোড়ে, সরকারি বাসের সংঘর্ষে গুরুতর জখম ১

-----------------------------------
রাজগঞ্জের গন্ডার মোড়ে সরকারি বাসের সঙ্গে একটি স্কুটির সংঘর্ষে গুরুতর জখম ১ যুবক। আহত যুবকের নাম গমিরুদ্দিন মহম্মদ ( ১৯ )। তার বাড়ি সুরুবাড়ি গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবক স্কুটি নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।সেইসময় জলপাইগুড়ি দিক থেকে আসা একটি সরকারি বাস স্কুটিতে সজোরে ধাক্কা মারে। এরফলে গুরুতর জখম হন যুবক। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এরপর ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধে সামিল হন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানা ও আমবাড়ি ফাঁড়ির পুলিশ। প্রায় দেড় ঘন্টা অবরোধের ফলে এলাকায় যানজটেরর সৃষ্টি হয়। অবশেষে প্রশাসনের তরফে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় পথ অবরোধ তুলে নেন বাসিন্দারা।
এই বিষয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি সমিজুদ্দিন আহমেদ বলেন, গন্ডার মোড়ে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়। তাই এদিন দুর্ঘটনার পর বাসিন্দারা ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করে। অবিলম্বে যাতে বাসিন্দাদের দাবি পূরণ হয় সেব্যাপারে প্রশাসনের সঙ্গে আলোচনা করা হচ্ছে।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close