বঙ্গভঙ্গের প্রতিবাদে বেলাকোবায় পথ মিছিল তৃণমূলের - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, বঙ্গভঙ্গের প্রতিবাদে বেলাকোবায় পথ মিছিল তৃণমূলের

বঙ্গভঙ্গের প্রতিবাদে বেলাকোবায় পথ মিছিল তৃণমূলের

-----------------------------------
বঙ্গভঙ্গের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বেলাকোবায় তৃণমূলের। এদিন রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের বেলাকোবার কলেজ মোড়ে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। বঙ্গভঙ্গের প্রতিবাদ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয়ের প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। শনিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কলেজ মোড় থেকে এই প্রতিবাদ মিছিল শুরু করা হয়।প্রায় চার কিলোমিটার পথ মিছিল করে এসে শিকারপুর রেগুলেটেড মার্কেটে এই মিছিল শেষ করা হয়।এরপর সেখানে একটি সভা করা হয়।এই মিছিলে কয়েকহাজার কর্মীসমর্থকেরা অংশগ্রহণ করেন।

রাজগঞ্জের বিধায়কে খগেশ্বর রায় জানান, বিজেপির বাংলা ভাগের চক্রান্ত, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ কেন্দ্রীয় সংস্থা ED ও CBI এর অপব্যবহারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল ও সভা করা হল। এদিন মিছিলে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাধিপতি দুলাল দেবনাথ, তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্ণিমা রায় সহ অন্যান্যরা৷
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close