অ্যাম্বুলেন্স ভাড়া অনেক বেশি, মৃত মাকে কাঁধে নিয়ে বাড়ির পথে ছেলে - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, অ্যাম্বুলেন্স ভাড়া অনেক বেশি, মৃত মাকে কাঁধে নিয়ে বাড়ির পথে ছেলে

অ্যাম্বুলেন্স ভাড়া অনেক বেশি, মৃত মাকে কাঁধে নিয়ে বাড়ির পথে ছেলে

-----------------------------------
Ambulance fare 3 thousand, Son on his way home with his dead mother on his shoulders
অ্যাম্বুলেন্স ভাড়া ৩ হাজার, মৃত মাকে কাঁধে নিয়ে বাড়ির পথে ছেলে। হাসপাতাল থেকে মায়ের দেহ কাঁধে নিয়ে বাড়ির উদ্দেশে যাত্রা ছেলের। সঙ্গী বাবাও। ভিন রাজ্যের ছবি এবার জলপাইগুড়িতে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে নানা মহলে। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের বাসিন্দা পেশায় দিনমজুর রামপ্রসাদ দেওয়ান তার মা লক্ষ্মীরানি দেওয়ানকে বুধবার ৪ জানুয়ারি রাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন প্রবল শ্বাসকষ্টের জন্য। চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান লক্ষ্মীরানি দেওয়ান৷ বৃহস্পতিবার সকালে মায়ের মৃতদেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স খুঁজতে গেলে,

অভিযোগ উঠেছে অ্যাম্বুলেন্স, শববাহী শকটের লাগামছাড়া ভাড়া চাওয়ায় মায়ের দেহ কাঁধে তুলতে বাধ্য হয়েছে ওই যুবক। যদিও বিষয়টি জানতে পেরে এক স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাম্বুলেন্স ভাড়া করে জলপাইগুড়ি ক্রান্তি ব্লকের নগরডাঙ্গি এলাকার বাসিন্দা বছর ৭২-র লক্ষ্মীরাণী দেওয়ানের দেহ বাড়িতে পৌঁছে দেয়। যদিও জলপাইগুড়ি অ্যাম্বুলেন্স সংগঠনের সম্পাদক দিলীপ দাস পাল্টা অভিযোগ করেছেন বিষয়টিই ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সাজানো ঘটনা।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close