বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো ১৫টি পরিবার। বৃহস্পতিবার শিকারপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে যোগদান সভার আয়োজন করা হয়। রাজগঞ্জে ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পানাশগুড়ি আমেরবাড়ি বুথের জাওলার বাড়ি গ্রামের গ্রামের বেশকিছু মানুষ জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে আজ এই ১৫টি পরিবার তৃণমূলে যোগদান করলো। এতে আমাদের দলের শক্তি আরো বৃদ্ধি হল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্নিমা রায়, রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস যুব সহ সভাপতি রণবীর মজুমদার, শিকারপুর অঞ্চলের উপপ্রধান অমলেন্দু ভৌমিক সহ অন্যান্যরা।