আর্টস অফ লিভিং এর পক্ষ কম্বল বিতরণ - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, আর্টস অফ লিভিং এর পক্ষ কম্বল বিতরণ

আর্টস অফ লিভিং এর পক্ষ কম্বল বিতরণ

-----------------------------------
আর্টস অফ লিভিং এর উদ্যোগে ময়নাগুড়ি সুপারমার্কেটে একটি কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছেন বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এবং মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবস উপলক্ষে তারা আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সূচনা করলেন এক সপ্তাহ ধরে চলবে বলে জানা গিয়েছে। যারা একটুখানি উষ্ণতার জন্য ধুচ্ছে তাদের জন্য এই ছোট্ট প্রয়াস যুব সমাজ থেকে শুরু করে বড়োরা এগিয়ে আসুক যে যাতে করে আশপাশের লোকজন ভালো থাকলে সমাজ ভালো থাকবে আজকে আমরা ময়নাগুড়ি সুপার মার্কেটে কম্বল বিতরণ করলাম এরপর টিকাটুল জল্পেশ এবং বিভিন্ন এরিয়ায় এই কম্বল বিতরণ করবেন , বলে জানিয়ে দেন রাখি বর্মা

আজকে আমরা মোট ৫০ টি কম্বল বিতরণ করলাম দুস্থ ব্যক্তিদের মধ্যে ।
মূলত আজকে রিক্সা চালক ও ভ্যানচালক দের কম্বল হাতে তুলে দিলেন ও রাস্তায় চলা দুষ্ট ও পাগল ব্যক্তিদের এই কম্বল তুলে দিলেন আজ। যেখানে টোটো আসার পর ভ্যান ও রিক্সা চালকদের রোজকার নাই বলেই চলে এই কারনে আমরা আজকে তাদের হাতে একটি করে কম্বল তুলে দিলাম।
২০০২ সাল থেকে এরকম সমাজ সেবামূলক কাজ করে আসছেন তারা, আগামী দিনেও করবেন এই কাজ এমনটাই জানিয়ে দেন আমাদেরকে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাখি বর্মা ,শীতল সরকার, তপন সাহা ,রুমা বর্মন, মৌসুমী রাউত ,মৌমিতা রাউত ,বরনি গোপ পাপিয়া বর্মা রুমকি দাস ঊষা দাস ঋষি নেটিব আমেরিকান গাম বর্মন এবং অভিজিৎ চক্রবর্তী অন্যান্য সদস্যরা।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close