ঘন কুয়াশার কারণে ঘটে গেলো মর্মান্তিক দূর্ঘটনা, আহত ২৫ জন বাসযাত্রী - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, ঘন কুয়াশার কারণে ঘটে গেলো মর্মান্তিক দূর্ঘটনা, আহত ২৫ জন বাসযাত্রী

ঘন কুয়াশার কারণে ঘটে গেলো মর্মান্তিক দূর্ঘটনা, আহত ২৫ জন বাসযাত্রী

-----------------------------------
কোচবিহার (Cooch Behar) মাথাভাঙ্গা (Matha Bhanga) রাজ্য সড়কের কালীবাড়ি (Kalibari) এলাকায় দীনহাটা থেকে শিলিগুড়ির(Siliguri) অভিমুখী যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ(Accident), দুমড়ে মুচড়ে যায় বাস ও ট্রাকের সামনের অংশ। ঘটনার জেরে আহত প্রায় ২৫ জন(About 25 people were injured) বাসযাত্রী। ঘটনার মুহূর্তেই স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করার পাশাপাশি প্রাথমিক চিকিৎসার জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। যদিও ঘটনাস্থল সংলগ্ন এলাকা কুয়াশাছন্ন থাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে অভিমত স্থানীয়দের। অপরদিকে এই খবর চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছান মাথাভাঙ্গা থানার পুলিশ।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close