প্রতিনিয়ত রোজই নদীতে স্নান করতেন বৃদ্ধা, স্নান করতে এসেই আর বাড়ি ফেরা হলোনা বৃদ্ধার। জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার ৯ নং ওয়ার্ডের পিলখানা (Peel Khana) সংলগ্ন করলা নদীতে শুক্রবার দুপুর নাগাদ ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত বৃদ্ধার নাম শচিরানি বৈদ্য (Shachirani Vaidya) (৮০)। স্থানীয়রা মনে করছেন প্রতিদিনের মতো তিনি এদিন স্নান করতে নদীতে যান, কিন্তু স্নান সেরে বাড়ি না ফেরায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। স্থানীয়দের আশঙ্কা তিনি জলে ডুবে গেছেন। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ির কতোয়ালি থানার পুলিশ (Police of Jalpaiguri's Katwali police station)। অবশেষে নদীর জল থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।