হাতির পায়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! হাতির পায়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

হাতির পায়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

মাঠে কাজ করতে গিয়ে বাড়ি ফেরা হলো না আর।হাতির পায়ে পদপীষ্ট হয়ে না ফেরার দেশে চলে গেলেন এক ব্যক্তি। কাজ সেরে বাড়ি ফেরার পথে হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। গজলডোবার (Ghazaldoba) সংলগ্ন রাজগঞ্জের (Rajganj) সরস্বতীপুর (Saraswatipu) এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার টাকিমারিতে (Takimari) জমিতে কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি ফেরার সময় জঙ্গলের মধ্যে হাতির মুখে পড়ে যান। হাতির আক্রমণের জেরই বেঘরে প্রাণহারান ব্যক্তি। এদিকে রাত গভীর হলেও বাড়িতে ফিরে না আসায় চিন্তায় ছিলেন এলাকাবাসীরা। সকাল হতেই দেখা যায় জঙ্গলের মধ্যে মৃত অবস্থায় পড়ে রয়েছে ব্যক্তি এক পাশে সাইকেল দিয়ে পড়ে রয়েছে। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরে আধিকারিকেরা (Officials in the forest department), মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। জানা যায় ওই ব্যক্তির পরিবারে রয়েছেন এক পুত্র তিন কন্যা ও স্ত্রী। পরিবারের চালাতে উপার্জনকারী হিসেবে তিনি একাই ছিলেন। কি করে এই পরিবারটা এখন চলবে এই নিয়ে চিন্তায় পড়েছে ওই পরিবার। ঘটনায় শোকের ছায়া এলাকায়।

Advertisement
close