প্রয়াত হলেন বিশেষভাবে সক্ষম ইউটিউবার অমিত মণ্ডল (Youtuber Amit Mondal)। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন অমিত মন্ডল। তাঁকে জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করেন চিকিৎসকরা।
কিন্তু, শেষরক্ষা হয়নি। হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকস্তব্ধ তাঁর ভক্তরা। প্রতিবন্ধকতাকে বাধা ভাবেননি। বরং তাকে শক্তি করেই লড়াই করছিলেন অমিত মণ্ডল। ইউটিউবে (Youtube) বেশ পরিচিতি লাভও করেছিলেন।