বাস দুর্ঘটনায় শিশু সহ জখম ৬ - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, বাস দুর্ঘটনায় শিশু সহ জখম ৬

বাস দুর্ঘটনায় শিশু সহ জখম ৬

-----------------------------------
বাস উল্টে জখম ১ শিশু সহ ৬ যাত্রী। সোমবার খড়িবাড়ি (Kharibari) ব্লকের চক্বরমারি মোড়ে ঘটনাটি ঘটে। সূত্রের খবর এদিন শিলিগুড়ি (Siliguri) থেকে দেবীগঞ্জের (Debiganj) দিকে যাচ্ছিল একটি বেসরকারি বাস (private bus)। আর ঠিক সেই সময় হঠাৎই চক্করমারি মোড়ে এক শিশু রাস্তা পার করছিল। সেই শিশুটিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় (turns upside down)। ঘটনায় জখম হন বাসের চালক, এক শিশু সহ মোট ৬ জন।এরপর তড়িঘড়ি আহতদের উদ্ধার করে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ (Police of Kharibari Police Station) । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close