হাতির হানায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর। গাজলডোবা এলাকায় - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, হাতির হানায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর। গাজলডোবা এলাকায়

হাতির হানায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর। গাজলডোবা এলাকায়

-----------------------------------
A secondary school student died after being attacked by an elephant. Ghazoldoba area
হাতির হানায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর। দেওয়া হলো না, আর জীবনে সবথেকে বড় পরীক্ষা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের মান্তাদারি অঞ্চলের ঘটনা। মৃত ছাত্রের নাম অর্জুন দাস। এদিন বৃহস্পতিবার মাধ্যমিকের প্রথম পরীক্ষা শুরু, আর সেই পরীক্ষা দিতেই গাজলডোবা মহারাজ ঘাট থেকে রাজগঞ্জের (Rajganj) বেলাকোবা (Belakoba) কেবল পাড়া স্কুলে (Kebal Para High School) পরীক্ষা দিতে বাইকে করে আসছিল ছেলে এবং বাবা। স্থানীয় সূত্রে খবর সেই ছেলেটি বারোপটিয়ার (Baropatia) পাছিলাম নাহাটা স্কুলের ছাত্র ছিল। পরীক্ষা দিতে আসার পথেই রাস্তায় হাতির সম্মুখীন হন ছেলে এবং বাবা। প্রথম দিকে হাতি বাবা কে ধরলে বাবা কোন মত পালাতে সক্ষম হয়। কিন্তু ছেলে পালাতে সক্ষম না হওয়ায় সেখানেই হাতি সেই মাধ্যমিক (Secondary Examination) পরীক্ষার্থীকে আঘাত করে এবং ঘটনাস্থলে মৃত্যু হয় পরীক্ষার্থীর। ঘটনায় শোকের ছায়া এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় মিলনপল্লী থানার পুলিশ(Police of Milanpally Police Station) । স্থানীয়রা জানায় এখানে বারংবার এ ধরনের ঘটনা ঘটে থাকে তবুও হেল্দুল নেই প্রশাসনের।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close