উল্লেখ্য আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর সংলগ্ন পানিকৌড়ি এলাকার জুট মিলের সামনে অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থের স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহুর্তের মধ্যে গোটা এলাকা আগুনের সাদা ধোঁয়া কার্যত শীতকালীন কুয়াশার আকার ধারন করে।অপরদিকে অগ্নিকাণ্ডের এই ঘটনায় পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী মানুষজনদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
ঘটনার খবর দেওয়া হয় ফুলবাড়ী দমকল বিভাগে। এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে এসে হাজির হয় ফুলবাড়ি দমকল বিভাগের দুটি ইঞ্জিন, এরপর দমকল কর্মীদের প্রচেষ্টায় বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।