জলপাইগুড়ি, ২২ ফেব্রুয়ারি: রাজগঞ্জের মান্তাদারির মৃত বিজেপি কর্মী উলেন রায়ের অসহায় পরিবারকে চাকরি দিয়ে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। উলেনের ছেলের বয়স সাড়ে ১৭ বছর। একাদশ শ্রেণীতে পড়ে। সাবালক হলেই চাকরির ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি মঙ্গলবার উলেনের বাড়িতে গিয়ে তার মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কথা বলেন উলেনের পরিবারের সঙ্গে।
উলেন রায়ের স্ত্রী মালতী রায় বলেন, বিজেপির সাংসদ দিলীপ ঘোষ এসেছিলেন। পরিবারের সমস্যার কথা শুনলেন। বড় ছেলের বয়স ১৮ বছর হলে ছেলের চাকরির ব্যবস্থা করবেন বলে কথা দেন। বিজেপির নেতাকর্মীরা মাঝে মাঝে এসে সাহায্য দিয়ে যান। কিন্তু রাজ্য সরকারের তরফে কোনও সাহায্য দেওয়া হয়নি। তৃণমূলের নেতা কর্মীরাও দেখা করতে আসেনা বলে তার অভিযোগ।
মালতিদেবীর দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে বুদ্ধদেব রায় একাদশ শ্রেণীতে পড়ে। মেজো ছেলের বয়স প্রায় ১৪ বছর ও মেয়ের বয়স সাড়ে ১২ বছর। তারাও স্কুলে পড়ে। ওই তিন সন্তান ছাড়াও ৯৩ বছরের বৃদ্ধ শশুরকে নিয়ে উলেন রায়ের স্ত্রী মালতি রায়ের সংসার। তিনি চা বাগানে শ্রমিকের কাজ করে কোনরকমের সংসার চালান। দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় সরকার রাস্তা, রেল লাইন, এয়ারপোর্ট সহ প্রচুর উন্নয়নমূলক কাজ করছে। কিন্তু রাজ্য সরকার সহযোগিতা করছে না।
উল্টে তৃণমূলের নেতাকর্মীরা কাটমানি চাইছে। টোল প্লাজায় কাজের জন্য তৃণমূলের লোক নেওয়ার দাবি করছে। সেখান থেকে বেরিয়ে বেলাকোবাতে বিজেপির কিষান মোর্চার জলপাইগুড়ি জেলার সভাপতি নকুল দাসের বাড়িতে খাওয়া দাওয়া করেন। এরপর বেলাকোবা ও রাজগঞ্জের কালীনগরে সাংগঠনিক সভা করেন। ওই সভায় তিনি বিজেপি কর্মীদের আগামী পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে তৃণমূলের দুর্নীতিগুলি নিয়ে প্রচার করার পরামর্শ দেন। এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজগঞ্জ ব্লকের সভাপতি নিতাই মন্ডল, বিজেপি নেতা দেবাশীষ দে ও তপন রায় প্রমুখ।