ভালোবাসা দিবসে বিভিন্ন পার্ক থেকে শুরু করে জঙ্গল, শপিং মল সর্বত্র বিশেষ নজরদারি পুলিশের। - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, ভালোবাসা দিবসে বিভিন্ন পার্ক থেকে শুরু করে জঙ্গল, শপিং মল সর্বত্র বিশেষ নজরদারি পুলিশের।

ভালোবাসা দিবসে বিভিন্ন পার্ক থেকে শুরু করে জঙ্গল, শপিং মল সর্বত্র বিশেষ নজরদারি পুলিশের।

-----------------------------------
ভালোবাসা দিবসে বিভিন্ন পার্ক থেকে শুরু করে জঙ্গল, শপিং মল সর্বত্র বিশেষ নজরদারি পুলিশের। এদিন মঙ্গলবার ভ্যালেন্টাইনস ডে। আর এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন পার্ক এমনকি শহর সংলগ্ন যেসমস্ত জঙ্গল ও শপিংমল গুলি রয়েছে সর্বত্র পুলিশের নজরদারি ছিল। পার্ক গুলিতে প্রতিটি থানার তরফে পুলিশ মোতায়ন করা হয় নজরদারির জন্য। পাশাপাশি মহিলা পুলিশের উইনার্স বাহিনীও বিভিন্ন জায়গায় টহলদারি চালিয়েছে। বিভিন্ন সময় পার্ক, শপিং মল এবং শহর লাগোয়া জঙ্গলে ইভটিজিং সহ মদ্যপ অবস্থায় ঝামেলা এবং অশালীন ব্যবহারের অভিযোগ উঠে থাকে। যেকারণে সেইসমস্ত ঘটনা রুখতেই এবছর পুলিশের তরফ থেকে ভ্যালেন্টাইস ডে তে বিশেষ নজরদারি ছিল। এদিন শহরের বিভিন্ন পার্কে যেমন পুলিশ টহল দেয় পাশাপাশি উইনার্স বাহিনীও শহরের বিভিন্ন জায়গায় গিয়ে টহল দিয়েছে।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close