ফের বেলাকোবা, গেটবাজার সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনা - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, ফের বেলাকোবা, গেটবাজার সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনা

ফের বেলাকোবা, গেটবাজার সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনা

-----------------------------------
ফের বেলাকোবা - গেটবাজার সড়কে মর্মান্তিক দূর্ঘটনা। দূর্ঘটনায় গুরুতর ভাবে আহত এক শিশু। আশঙ্কাজনক ভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটি নাগাদ মান্তাদারি এলাকায় ঘটেছে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। 
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মান্তাদারি এলাকার রিকি রায় ( ৫ ) নামে একটি ছোট্ট শিশু হেটে হেটে বাড়ির সামনের একটি দোকানে খরচ আনতে যায়। যাওয়ার পথে বেলকোবা থেকে গেটবাজার গামী একটি চার চাকার সুইপ ডিজার সজরে শিশুটিকে পিছন দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর ভাবে আহত হয় ওই শিশুটি। তড়িঘড়ি আশঙ্কাজনক ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনা ঘটার পর থেকেই ক্ষোভে ফেটে পরেন জনতা। ওই এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
প্রায় এক ঘন্টা বিক্ষোভ করার পর পুলিশ উপস্থিতি দেখতে না পেয়ে শিলিগুড়ি - গজলডোবা সড়কের গেট বাজার মোড়ে ফের পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। তবে এবার ঘটনাস্থলে পৌছায় মিলনপল্লী ফাড়ির পুলিশ। শেষম দীর্ঘক্ষণ আলোচনা হয় প্রায় দেড় ঘন্টা পর অবরোধ উঠিয়ে নেয় বিক্ষোভকারীরা। এমনিতেই দিনটি রবিবার তারমধ‍্যে গজলডোবায় এসে বাড়ি যাওয়ার পথে গেটবাজারে পথ অবরোধে বিড়ম্বনার মধ্যে পরতে হল পর্যটকদের।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close