হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল একটি র্যাশন দোকান। ঘটনাটি ঘটেছে শুক্রবার প্রায় গভীর রাতে রাজগঞ্জ (Rajganj) ব্লকের মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকাবাসী আব্দুল মহম্মদ জানান, রাত্রি প্রায় সাড়ে বারোটা নাগাদ একটি দাঁতাল র্যাশন দোকানের দরজা ভেঙে আটা, চাল সাবাড় করে। ওই র্যাশন দোকানের মালিক তাসলিন মহম্মদের ছেলে সইবুর রহমান জানান মধ্যরাতে হাতি এসে দোকানের দরজা ভেঙে আড়াই বস্তা চাল ও আড়াই বস্তা আটা খাওয়ার পাশাপাশি শুঁড়ে করে আটার বস্তা নিয়ে পালিয়ে যায়। দোকানের জিনিসপত্রও লণ্ডভণ্ড করেছে দাঁতালটি। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বন দপ্তরের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। বৈকুন্ঠপুর ডিভিশনের বেলাকোবার রেঞ্জার জানান, বন দপ্তরের তরফে ওই ব্যক্তিকে ক্ষতিপূরণ দেওয়া হবে।