Fact: অনুব্রত মন্ডল মাছ বিক্রি করছেন? - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, Fact: অনুব্রত মন্ডল মাছ বিক্রি করছেন?

Fact: অনুব্রত মন্ডল মাছ বিক্রি করছেন?

-----------------------------------
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে ভাইরাল হয়ে থাকে অনেক কিছুই। তবে এবার ভাইরাল এক মাছ বিক্রেতার ছবি। তার ভাইরাল হওয়ার কারণটি তার মুখের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশুনা, প্রথম জীবনে মাছ বিক্রি করতেন বীরভূমের এই হেভিওয়েট নেতা। আর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে এক মাছ বিক্রেতার ছবি। যার মুখের আদলের সাথে মিল রয়েছে অনুব্রত মন্ডলের। তাহলে কী সত্যি সত্যিই মাছ বিক্রী করছিলেন নাকি অনুব্রত মণ্ডল?

সত্যিটা হল, ছবিটি তৃণমূল নেতার নয়। সোশ্যাল মিডিয়াতে যে মাছ বিক্রেতার ছবি ভাইরাল হয়েছে তিনি শেওড়াফুলি বাজারের এক সামান্য মাছ বিক্রেতা, তার নাম সুকুমার হালদার। তার সাথে অনুব্রত ওরফে কেষ্টর কোনো যোগাযোগ নেই। কিন্তু হুবহু দেখতে একই হওয়ায় তাকে অনুব্রত ভেবে ভুল করেন অনেকে। আর সেই কারণে বিড়ম্বনায় শেওড়াফুলির মাছ ব্যবসায়ী সুকুমার বাবু। মনে করা হচ্ছে কেউ মজা করার জন্য এই কাজটি করেছেন। কিন্তু এর জন্য যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন সুকুমার বাবু। পাড়া পড়শির প্রশ্নবানে বিদ্ধ তার পরিবারের সদস্যরাও।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close