মাতৃভাষায় প্রশ্নপত্র না হওয়ায় পরীক্ষা দিতে পারল না - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, মাতৃভাষায় প্রশ্নপত্র না হওয়ায় পরীক্ষা দিতে পারল না

মাতৃভাষায় প্রশ্নপত্র না হওয়ায় পরীক্ষা দিতে পারল না

-----------------------------------
প্রশ্ন বুঝতে না পেরে সাদা খাতা জমা দিয়ে ফিরে গেল উচ্চ মাধ্যমিকের কয়েকজন পড়ুয়া। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের নেকুড়সেনী হাই স্কুলে। সাঁওতালি পরীক্ষার্থীরা ভেবেছিলেন তাদের মাতৃভাষা অলচিকি ভাষায় প্রশ্নপত্র হবে। কিন্তু আদতে তা না হওয়াতে সমস্যায় পড়তে হয় পড়ুয়াদের।

জানা গিয়েছে, মঙ্গলবার উচ্চমাধ্যমিকের পরিবেশ বিদ্যা সহ অন্যান্য বিষয়ের পরীক্ষা ছিল। নেকুড়সেনী হাই স্কুলটি সাঁওতালি মাধ্যম। দাঁতনের মনোহরপুর রাজা রামচন্দ্র বিদ্যাভবন স্কুলে তাদের সিট পড়েছিল। পড়ুয়ারা সাঁওতালি মাধ্যমের হওয়ায় তাঁরা ভেবেছিলেন প্রশ্নপত্র মাতৃভাষায় হবে। কিন্তু প্রশ্নপত্র দেওয়া বাংলা হরফে। ফলে উত্তর লিখতে না পেরে সাদা খাতাই জমা দিতে হয়। সংবাদমাধ্যমকে পড়ুয়ারা জানায়, এদিনের প্রশ্নপত্র বাংলা, ইংরেজি ও হিন্দিতে থাকলেও সাঁওতালি ও অলচিকি লিপিতে প্রশ্ন ছিল না। ফলে বোঝা যায়নি। তাই ফাঁকা খাতা জমা দিতে হয়েছে। একই সমস্যায় পড়েছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এসসি হাই স্কুলের সাঁওতালি মাধ্যমের পরীক্ষার্থীরা। সেখানেও অলচিকি হরফে প্রশ্ন করা হয়নি। তারাও বাড়ি ফিরে যায়।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close