রাষ্ট্রপতি ভবনে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন সারিন্দাবাদক মঙ্গলাকান্ত রায়। শনিবার পুরস্কার নিয়ে বাড়ি ফিরলেন তিনি। এদিন বাগডোগরায় নেমে মঙ্গলাকান্ত সোজা চলে আসেন বঙ্গরত্ন দীনেশ রায়ের ময়নাগুড়ির বাড়িতে। তাঁর সঙ্গে দীনেশবাবুও গিয়েছিলেন দিল্লিতে। এদিন তাঁর বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ধওলাগুড়ির গ্রামের বাড়িতে ফেরেন পদ্মশ্রী। মঙ্গলাকান্ত রায়ের পুরস্কার প্রাপ্তিতে খুশি সকলেই।
পদ্মশ্রী সম্মান নিয়ে ঘরে ফিরলেন মঙ্গলাকান্ত রায়
রাষ্ট্রপতি ভবনে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করেছেন সারিন্দাবাদক মঙ্গলাকান্ত রায়। শনিবার পুরস্কার নিয়ে বাড়ি ফিরলেন তিনি। এদিন বাগডোগরায় নেমে মঙ্গলাকান্ত সোজা চলে আসেন বঙ্গরত্ন দীনেশ রায়ের ময়নাগুড়ির বাড়িতে। তাঁর সঙ্গে দীনেশবাবুও গিয়েছিলেন দিল্লিতে। এদিন তাঁর বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ধওলাগুড়ির গ্রামের বাড়িতে ফেরেন পদ্মশ্রী। মঙ্গলাকান্ত রায়ের পুরস্কার প্রাপ্তিতে খুশি সকলেই।