Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান! - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান!

Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান!

ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান
এবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজস্থান। বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যমে জানা গিয়েছে এই ভূমিকম্পের রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। ন্যাশন্যাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, শনিবার রাত ২টা ১৬ মিনিট নাগাদ রাজস্থানের বিকানেরে এই ভূমিকম্পের কম্পন অনূভূত হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।

Advertisement
close