প্রয়াত ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার সেলিম দুরানি (Salim Durrani)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। রবিবার সকালে গুজরাটের জামনগরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বহুদিন ধরেই ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছিলেন। তারকা ক্রিকেটারের প্রয়াণে ভারতীয় ক্রিকেটমহলে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৬০ সালে সেলিম দুরানিকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। দুরানি ভারতের হয়ে মোট ২৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১,২০২ রান করেছেন। এরমধ্যে একটি শতরান এবং সাতটি হাফ সেঞ্চুরি রয়েছে।