মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালো এক সঙ্গে মা ও মেয়ে! প্রতিদিনের মতো স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে বাড়িতে ফিরছিলেন মা। আর সেইসময় ট্রাক পিষে দিল মা ও মেয়েকে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির এনজেপি রেল হাসপাতাল মোড়ের এলাকায়। জানা গিয়েছে, মৃত শিশুর নাম সরস্বতী রায়। সে সূর্যসেন কলোনি এলাকায় সারদা শিশুতীর্থ স্কুলে তিনমাস আগেই ভর্তি হয়েছিল। তার বয়স সবে মাত্র ৪ বছর। অন্যদিকে মৃত মহিলার নাম বিমলা রায়। প্রতিদিনের মত আজও স্কুল ছুটির পর দুজনে সাইকেলে করে ফিরছিলেন।
শিশু কন্যাটি সাইকেলের পেছনে বসেছিল। রেল হাসপাতালের কাছে একটি ট্রাক দুজনকে ধাক্কা মারে এবং পিষে দিয়ে চলে যায়। জানা গিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এরপর দুজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পরই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বেপরোয়াভাবে ট্রাক চলাচল করলেও পুলিশ কোনোরকম পদক্ষেপ গ্রহণ করে না। এদিন ঘটনার পর এনজেপি থানার পুলিশ সেখানে গেলেও উত্তেজনা ছড়ায়। মৃত মহিলার পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসে। জানা গিয়েছে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।