দিল্লিকে ৫০ রানে হারিয়ে দিয়ে লখনউ আইপিএল অভিযান শুরু করল। দুর্দান্তভাবে শুরু করল কে এল রাহুলের লখনউ সুপার জয়েন্টস। তারা প্রথম ম্যাচে দিল্লিকে ৫০ রানের পরাজিত করল। শনিবার এই খেলা নিয়ে সমর্থকদের মধ্যে যথেষ্ট উন্মাদনা ছিল। প্রথমে ব্যাট করতে নেমে লখনউ ১৯৩ রান করে। বিধ্বংসী ইনিংস খেলেন ক্যারিবিয়ান তারকা ব্যাটসম্যান মায়ার্স, তার ব্যাট থেকে আসে ধ্বংসাত্মক ৩৮ বলে ৭৩ রানের ঝকঝকে ইনিংস। তার ইনিংসে ছিল সাতটি বিশাল ছক্কা ও দুটি চার। এত বড় রানের লক্ষ্যমাত্র নিয়ে খেলতে নেমে দিল্লি প্রথম থেকেই স্নায়ুর চাপে ভুগছিল। ডেভিড ওয়ার্নার ৪৮ বলে ৫৬ রানের ইনিংস খেলে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন। তবে সেরকম ভাবে সহযোগিতা পাননি । অসাধারণ বোলিং করলেন উড, ইংল্যান্ডের এই পেস বলার ম্যাচে ৫ টি উইকেট নেয়। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৩ রান করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস।