শ্মশান ঘাটে ব্যান্ড পার্টি বাজিয়ে বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করলো পরিবার - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! শ্মশান ঘাটে ব্যান্ড পার্টি বাজিয়ে বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করলো পরিবার

শ্মশান ঘাটে ব্যান্ড পার্টি বাজিয়ে বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করলো পরিবার

শেষকৃত্য সম্পন্নে বাজলো ব্যান্ড পার্টি, হ্যাঁ ঠিকওই শুনেছেন! ৯৫ বছর বয়সে বৃদ্ধার মৃত্যুতে ব্যান্ড পার্টি বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করলেন পরিবারের সদস্যরা। ঘটনাটি হলো, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীজামাদার গছ গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, এক বৃদ্ধা, নাম হরপেশ্বরী রায়! ৯৫ বছর বয়সে পরলোক গমন করেন। বৃদ্ধার বাড়িতে তিন ছেলে ও পাঁচ মেয়ে, নাতিপুতি সহ প্রায় বেশ কয়েকজন সদস্য রয়েছেন। বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

মৃত্যুর আগে পর্যন্ত পরিবারের সকলের সঙ্গেই হাসিখুশিভাবে কাটিয়েছেন। বৃদ্ধার ইচ্ছে ছিল বলেই, এদিন ব্যান্ডপার্টি বাজিয়ে বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করলেন পরিবারের সদস্যরা। মৃত বৃদ্ধার ছেলে সৎমোহন রায় বলেন, আমার মা রোগের কারণে নয়, বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত পরিবারের সকলের সঙ্গে হাসিখুশি ভাবে কাটিয়েছেন। মা মারা যাওয়ার আগেই বলে গিয়েছিলেন তার শেষকৃত্য ব্যান্ড পার্টি বাজিয়ে যেন করা হয়। তাই পরিবারের সদস্যরা মিলে বাজনা বাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Advertisement
close