খবর বঙ্গ: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ২৪ মে বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করে সংসদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী ২৪ মে (বুধবার) Higher secondary examination results are going to be publish on May 24 (Wednesday)। মাত্র ৫৭ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
বেলা ১২ টা ৩০ মিনিট থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা (Candidates can check the results of higher secondary on the website from 12:30 PM)। তবে এবার জানা গিয়েছে দিনের দিন উচ্চমাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট পাবেন না পড়ুয়ারা। আগামী ৩১ মে সংসদের অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিলি করা হবে। সংসদের অফিস থেকে সেদিন স্কুলের প্রতিনিধিরা মার্কশিট সংগ্রহ করবেন এবং পড়ুয়াদের হাতে তুলে দেবেন।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কীভাবে অনলাইনে দেখবেন? (How to see results of hs result 2023 online?)
১) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in এবং wbresults.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজে উচ্চমাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত লিঙ্ক ‘West Bengal Council of Higher Secondary Education Examination Results-2023’ থাকবে। তাতে ক্লিক করতে হবে।
৩) 'WBCHSC- Higher Secondary Examination Result - 2023'-র নীচে 'Enter Your Roll', 'Enter Registration No.', 'No.' এবং 'Enter Captcha' আছে। সেই তথ্য দিতে হবে। তারপর 'Submit'-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
Ignor Tags: উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ২০২৩, উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল 2023, hs result 2023, High secondary results 2023, khabarsaradin, khabarbanga, West Bengal HS Result 2023, WBCHSE 12th Marksheet Higher Secondary Examination Result Date and Time,