HS Result 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রয়েছেন কারা? - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! HS Result 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রয়েছেন কারা?

HS Result 2023: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় রয়েছেন কারা?

২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আনুষ্ঠানিক ভাবে সাংবাদিক সম্মেলনে মেধাতালিকা প্রকাশ করবে ১২টার সময়। এরপর রেজাল্ট দেখা যাবে wbchse.nic.inwbchse.nic.in - ওয়েবসাইটে। সব বিষয়ে লাইভ আপডেট!... সঙ্গে থাকুন!

Update at: 01:18PM, 24 May 2023
উচ্চ-মাধ্যমিকে সপ্তমস্থানে ৯ জন। প্রাপ্ত নম্বর ৪৯০। তাঁদের মধ্যে রয়েছেন, সন্দীপ ঘোষ, দেবর্ষি বসাক, বিতান শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল, শ্রীজা উপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, রূপঙ্কর ঘটক, কৌশিকি কুণ্ডু
Update at: 01:04PM, 24 May 2023
উচ্চ-মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন ৯ জন। তাঁরা হলেন চয়ন বর্মণ, অঙ্কুর রায়, অর্কদ্বীপ ঘাড়া, তমাল কান্তি দাস, সোমায়ন জানা, সোহম চট্টোপাধ্যায়, রূপসা উপাধ্যায়, অদিতি মাহান্তি, সুপর্ণা মাহাত। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯১।
Update at: 12:57PM, 24 May 2023
পঞ্চমস্থানে উচ্চ-মাধ্যমিকে ৫ জন উচ্চ-মাধ্যমিকে পঞ্চমস্থানে রয়েছেন রয়েছেন পাঁচজন। তাঁরা হলেন কৌস্তভ কুণ্ডু, ঋষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ দাস, অঙ্কিতা গড়াই, অনন্যা সামন্ত। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯২।
Update at: 12:56PM, 24 May 2023
উচ্চ-মাধ্যমিকে দ্বিতীয় সুষমা উচ্চ-মাধ্যমিকে দ্বিতীয় সুষমা খান বলেন, “স্যররা খুবই সাহায্য করেছেন। করোনার কারণে আমরা মাধ্যমিক দিতে পারিনি। ভল ফল হবে আশা করেছিলাম। তবে দ্বিতীয় হব ভাবিনি। ভবিষ্যতে আমি ভূগোল নিয়ে এগিয়ে যেতে চাই। অঙ্ক করে চাই। আমার ভাল ফলাফলের অবদান মা-বাবা ও স্যর। পড়াশোনা ছাড়া গান করি ও ডাইরি লিখি।”
Update at: 12:51PM, 24 May 2023
৪৯৩ পেয়ে চতুর্থ হয়েছেন ৩ জন দক্ষিণ দিনাজপুরের শ্রীজিতা বসাক, উত্তর ২৪ পরগনার প্রেরণা পাল ও আরও একজন
Update at: 12:41PM, 24 May 2023
৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন ৪ জন তৃতীয় হয়েছেন চার জন। চন্দ্রবিন্দু মাইতি, পশ্চিম মেদিনীপুরের অনুসুয়া সাহা, পিয়ালি দাস দক্ষিণ দিনাজপুর,শ্রেয়া মল্লিক, দক্ষিণ দিনাজপুর। এদের সকলের প্রাপ্ত নম্বর ৪৯৪।
Update at: 12:27PM, 24 May 2023
একক ভাবে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে শুভ্রাংশু সর্দার উচ্চমাধ্যমিকে একক ভাবে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬। যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়ার সুষমা খান ও উত্তর দিনাজ পুরের আবু সামা। প্রাপ্ত নম্বর ৪৯৫।
Update at: 12:24PM, 24 May 2023
প্রথম দশে ৮৭ পড়ুয়া, হুগলি থেকে ১৮ জন, উচ্চমাধ্যমিকে প্রথম দশে রয়েছেন ৮৭ পড়ুয়া, হুগলি থেকে ১৮ জন প্রথম দশে আছেন।
Update at: 12:23PM, 24 May 2023
আগামী বছর উচ্চমাধ্যমিকে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা। দুপুর ১২টা থেকে ৩টে ১৫ পর্যন্ত চলবে পরীক্ষা। ৩১ মে থেকে ৫১টি সেন্টার থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট। সেদিনই পড়ুয়াদের হাতেও তুলে দেওয়া হবে মার্কশিট।
Update at: 12:20PM, 24 May 2023
এবার ২ লাখ ৭৩ হাজার বা ৩৮ শতাংশ পড়ুয়া পেয়েছেন ৬০ শতাংশ বা তার বেশি।
Update at: 12:17PM, 24 May 2023
এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ! এবছর ৮৯.২৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন। ছেলেদের মধ্যে পাশের হার ৯১ শতাংশ। মেয়েদের মধ্যে পাশের হার ৮৭। জেলা ভিত্তিক স্তরে পাশের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে।
Update at: 12:14PM, 24 May 2023
ছাত্রের তুলনায় উচ্চমাধ্যমিক পরীক্ষয় ছাত্রীদের সংখ্যা এবার ১৪.৮ শতাংশ বেশি।
Update at: 12:10PM, 24 May 2023
মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং অন্যান্য আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ শুরু করলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
Update at: 11:42am, 24 May 2023
সংসদে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। বেলা ১২ টা ৩০ মিনিট থেকে অনলাইনে রেজাল্ট দেখা গেলেও পড়ুয়াদের অপেক্ষা করতে হবে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেটের জন্য আরও এক সপ্তাহ।
Update at: 11:00am, 24 May 2023
প্রায় সাড়ে ৮ লক্ষ পরিক্ষার্থী। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা হওয়ার কথা উচ্চ মাধ্যমিক। কিন্তু এরা করোনাকালে মাধ্যমিক দেননি। তাই এদের প্রথম বড় পরীক্ষাই উচ্চ মাধ্যমিক।
Update at: 11:00am, 24 May 2023
মাধ্যমিকের থেকে প্রায় দেড় লক্ষ পরিক্ষার্থী বেশি উচ্চ মাধ্যমিকে।
Update at: 10:00am, 24 May 2023
এবার ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরচ্ছে।


Advertisement
close