চালু হল জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং রুটের সরকারী বাস! ভাড়া কত? সময় কি? দেখুন - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, চালু হল জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং রুটের সরকারী বাস! ভাড়া কত? সময় কি? দেখুন

চালু হল জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং রুটের সরকারী বাস! ভাড়া কত? সময় কি? দেখুন

-----------------------------------
অবশেষে জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে সরাসরি দার্জিলিং(Darjeeling) রুটের সরকারী বাস পরিষেবা চালু হল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (North Bengal State Transport Corporation) চেয়ারম্যান পার্থপ্রতীম রায় সোমবার জলপাইগুড়ি শান্তিপাড়ার ডিপো থেকে এক কর্মসূচির মধ্য দিয়ে এই পরিষেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

উল্লেখ্য, জলপাইগুড়ি থেকে সরাসরি দার্জিলিং রুটের উত্তরববঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস পরিষেবা এক সময় ছিল। কিন্তু কোন অজানা কারণে এই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। পুনরায় এই পরিষেবা চালু করা হল। প্রতিদিন শান্তি পাড়ার (Shanti Para) NBSTC ডিপো থেকে সকাল সাড়ে আটটায় দার্জিলিংয়ের (Darjeeling) উদ্দেশ‍্যে রওনা দেবে বাসটি (Bus)।

দার্জিলিং থেকে ওই বাসটিই ফের বিকেল তিনটায় ছাড়বে জলপাইগুড়ির (Jalpaiguri) উদ্দেশ‍্যে। ৩০ আসনের এই বাসের যাত্রী ভাড়া করা হয়েছে ১৪০ টাকা। প্রতিদিন বাস পরিষেবা চালু থাকবে ডিপো থেকে। একদিনেই সামান্য টাকায় এই বাসে দার্জিলিং ঘুরে আসার সুযোগ রয়েছে, এমনটাই জানিয়েছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান। এতদিন পর এই বাস পরিষেবা চালু হওয়ার খুশি জলপাইগুড়ি (Jalpaiguri) সহ পার্শ্বব্তী এলাকাবাসী।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close