একযোগে কাজ করবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও এসজেডিএ।একদিকে এসজেডিএকে বিভিন্ন ভাবে সহযোগিতা করবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় তেমনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে এসজেডিএ। বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে বৈঠক করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও এসজেডিএ আধিকারিকেরা। উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিন উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের একাধিক উন্নয়নে কাজ করবে এসজেডিএ। যাতে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো আরও উন্নত হয়। অন্যদিকে এসজেডিএর কার্যক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে বিশ্ববিদ্যালয় কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সহ একাধিক উন্নয়ন আগামীদিনে হবে বলে এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান।