চলতি বছর ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। মূল বিষয়ের পরীক্ষা শেষ হয়েছিল ৩ মার্চ। পরদিন (৪ মার্চ) ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের মাধ্যমিক শেষ হয়েছিল। আর ফলাফল প্রকাশিত হতে চলেছে ১৯ মে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হতে চলেছে। গতবার ৭৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করেছিল পর্ষদ। এবার আরও দ্রুত মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে।
-----------------------------------
আগামী ১৯ মে সকাল ১০টা নাগাদ ফল প্রকাশের পরই মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in আর wbresults.nic.in থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।