ঘোষনা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, ঘোষনা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন

ঘোষনা হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার দিন

-----------------------------------
West Bengal Secondary Examination Result 2023

চলতি বছর ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। মূল বিষয়ের পরীক্ষা শেষ হয়েছিল ৩ মার্চ। পরদিন (৪ মার্চ) ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের মাধ্যমিক শেষ হয়েছিল। আর ফলাফল প্রকাশিত হতে চলেছে ১৯ মে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হতে চলেছে। গতবার ৭৯ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ করেছিল পর্ষদ। এবার আরও দ্রুত মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে।

আগামী ১৯ মে সকাল ১০টা নাগাদ ফল প্রকাশের পরই মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in আর wbresults.nic.in থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close