Arijit Singh Injure: ভক্তের ভালবাসা হয়ে উঠলো ‘অত্যাচার’! আহত হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, Arijit Singh Injure: ভক্তের ভালবাসা হয়ে উঠলো ‘অত্যাচার’! আহত হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং

Arijit Singh Injure: ভক্তের ভালবাসা হয়ে উঠলো ‘অত্যাচার’! আহত হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং

-----------------------------------
অরিজিৎ সিং, মাটির সঙ্গে দোস্তি রেখেই চলতে পছন্দ করেন। সারা বিশ্ব তাঁর গানের সুরে দিওয়ানা ,তাঁর কনসার্টের টিকিট খইয়ের মতো উড়ে যায়। এবার যেন এই বিপুল জনপ্রিয়তারই খেসারত দিতে হল গায়ককে, বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে আওরঙ্গাবাদে গানের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও শেয়ার হয়েছে ইতোমধ্যে। জানা গিয়েছে ঔরঙ্গাবাদারে শম্ভাজি নগরে রবিবার সন্ধে জমজমাট।

অনেকের উত্তেজনা এতোই তুঙ্গে ওঠে যে, লাফালাফি করে মঞ্চে ওঠারও চেষ্টা করেন। এ নিয়ে প্রায়শই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন গায়ক। ভালোবাসা সামলাতে পারেননি এক অনুরাগিনী। রীতিমতো হাত ধরে টানাটানি। তার থেকেই ভাল রকম চোট পেলেন গায়ক অরিজিৎ সিং। চোট এতটাই বেশি যে তাঁর হাত কাঁপছিল। মঞ্চেই ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হয়েছে। কিন্তু অরিজিৎ সিং তো অরিজিৎ সিং-ই। তিনি তার পরেও অনুষ্ঠান বন্ধ করেননি। অনুষ্ঠানেই হঠাৎ বিপত্তি। গাইতে গাইতে শিল্পী মঞ্চের একেবারে প্রান্তে চলে আসেন। ব্যস, তাঁর হাত ধরে টানতে থাকে এক মহিলা ভক্তের।

সম্ভবত তিনিও বুঝতে পারেননি, তাঁর ভালবাসা ‘অত্যাচার’ হয়ে উঠবে! এদিকে, অরিজিৎ ততক্ষণে আহত। হাতে ব্যাণ্ডেজ করতে হয়েছে। তাঁর হাত কাঁপছে থরথরিয়ে। সে সব সামলে অরিজিৎ মুখোমুখো হন সেই অনুরাগীর। নরম গলায় ভদ্র ভাবে জানতে চান, ‘‘কেন আমার সঙ্গে এই ব্যবহার করলেন?’’ 

এ-ও বলেন, ‘‘এ ভাবে হাত ধরে টানলেন। চোট পেয়ে আর হাত নাড়াতে পারছি না। এটা বুঝতে পারলেন না, যদি গাইতে না পারি, তাহলে আপনারাও আর অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না!’’ বাকি দর্শক-শ্রোতারা ততক্ষণে হইহই করে উঠেছেন। যদিও শিল্পী তাঁর অনুষ্ঠান বন্ধ করেননি। এবং অভিযুক্ত নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চান। অরিজিৎ কথা দেন, তিনি গান গাইতে গাইতে সবার কাছে যাবেন।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close