জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে পারবেন এবার মাত্র ১৪৫ টাকায় - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে পারবেন এবার মাত্র ১৪৫ টাকায়

জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে পারবেন এবার মাত্র ১৪৫ টাকায়

-----------------------------------
জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে পারবেন মাত্র ১৪৫ টাকায়, চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ তথ্য। জলপাইগুড়ি দার্জিলিং রুটে সরকারি বাস পরিষেবা আগামী সোমবার থেকেই চালু হতে চলেছে। প্রতিদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপো থেকে একটি বাস সকাল সাড়ে আটটায় দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। আবার একই বাস দুপুর তিনটেয় দার্জিলিং থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা করবে।

শনিবার জলপাইগুড়ি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোতে দেখা গেল একটি বাসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলা হয়েছে। বাসটিই দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আলাদা করে বুকিং এর প্রয়োজন হবে না বলে ডিপো সূত্রে খবর। বাস ছাড়ার কিছুক্ষণ আগেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। বাসের ভাড়া ১৪০ টাকা থেকে ১৪৫ টাকার মধ্যে থাকবে। 

অর্থাৎ এবার সরকারি বাসে মাত্র ৩০০ টাকার বিনিময়ে একজন যাত্রী জলপাইগুড়ি থেকে দার্জিলিং ঘুরে আসতে পারবেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চালক ও তৃণমূল শ্রমিক সংগঠন জলপাইগুড়ি ডিপোর কনভেনর সনৎ গুহ বলেন, মানুষের দীর্ঘদিনের দাবি মেনে জলপাইগুড়ি দার্জিলিং রুটে বাস পরিষেবা চালু হতে যাচ্ছে। খুব কম খরচেই সরকারি ভাড়ায় যাত্রীরা এই পরিষেবা গ্রহণ করতে পারবেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close