ভোটের আর দেরি নেই। আর এই মুহুর্তেই দলবদল। এদিন বুধবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের মগড়াডাঙি এলাকায় বিজেপি ত্যাগ করে তৃণমূলের পতকা তুলে নিলেন একাধিক বিজেপির নেতা কর্মীরা। একটি অনুষ্ঠানের মাধ্যমে যোগদান করেন তারা। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জী, যুব সভাপতি রনবীর মজুমদার সহ অনান্য নেতৃবৃন্দ। বিধায়ক খগেশ্বরের হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নেন বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই যোগদানের বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জী জানান, ভোটের মরশুমে এভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান হওয়ায় অনেকটাই সুবিধা হবে, এদিন ২০০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বলে তিনি দাবী করে জানান। পাশাপাশি অন্যদিকে এই যোগদানে বিষয়ে, দলের কোনো ক্ষতি হবে না বলেই মন্তব্য করেন বিজেপির ব্লক সভাপতি নিতাই মন্ডল।