রাজগঞ্জে শাসক থেকে বিরোধী মনোনয়ন জমা দিল নির্বিঘ্নে - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! রাজগঞ্জে শাসক থেকে বিরোধী মনোনয়ন জমা দিল নির্বিঘ্নে

রাজগঞ্জে শাসক থেকে বিরোধী মনোনয়ন জমা দিল নির্বিঘ্নে

বুধবারও শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন জমা হল রাজগঞ্জ বিডিও অফিসে। কড়া নিরাপত্তার মাধ্যমে এদিন তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিআইএম সহ নির্দলের বহু প্রার্থীরা মনোনয়ন দাখিল করে। যারা আজ জমা দিতে পারেননি কমিশনের নির্দেশ অনুযায়ী আগামীকাল রয়েছে মনোনয়নের শেষ দিন। প্রসঙ্গত, মনোনয়নের গত দিন গুলোতে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা না হওয়ায় তৃণমূলের তরফ থেকে সেভাবে কাউকে মনোনয়ন দাখিল করতে যায় নি। সেই সুযোগকে কাজে লাগিয়ে দেদারে মনোনয়ন জমা দিয়েছিল বিজেপি – সিপিএমের মতো বিরোধীদল গুলি। তবে শেষ পযর্ন্ত গতকাল প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল।

সেই অনুযায়ী আজ তৃণমূলের তরফ থেকে মনোনয়ন দাখিল করতে যায় তৃণমূলকমীরা। এদিন রেকর্ড ভিড় দেখা গেল তৃণমূলের প্রার্থীদের। তৃণমূলের প্রচুর প্রার্থীরা গাড়িতে, বাসে করে এদিন মনোনয়ন জমা দিতে আসে। অন‍্যদিকে এদিনও বেশ কয়েকজনকে নির্দলের হয়ে মনোনয়ন দাখিল করেছে বলে জানা গেছে।

এদিন মনোনয়ন দাখিল করতে দেখা যায় সদ‍্য বিজেপিতে যোগ দেওয়া শিকারপুর অঞ্চলের তৃণমূলের বিদায়ী প্রধান রঞ্জিতা রায়কে। মনোনয়ন দাখিল করেছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্নিমা রায়ও। প্রত‍্যেকই প্রার্থীই জয়ের ব‍্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন।

মনোনয়ন জমা করতে এসে পানিকৌউরি অঞ্চলের তৃণমূল প্রার্থী পাপীয়া সরকার ( মুন্নি ) সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জয়ের ব‍্যাপারে আত্মবিশ্বাসের কথা জানান। তিনি এও জানান, নির্বাচনে জিতলে এলাকায় রাস্তা ঘাট থেকে শুরু করে উন্নয়নে নজর দিবেন। অন‍্যদিকে সন্নাসী কাটা অঞ্চলের বাম প্রার্থী ফিরোজা বেগম তার নির্বাচনি এলাকায় একশো শতাংশ ভাবে ভোটে জিতবেন বলে জানান। এদিকে জয়ের ব‍্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসেল কথা জানান রঞ্জিতা রায়।

Advertisement
close