রাজগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা করলো বিভিন্ন রাজনৈতিক দল - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! রাজগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা করলো বিভিন্ন রাজনৈতিক দল

রাজগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা করলো বিভিন্ন রাজনৈতিক দল

আজ তথা শনিবার, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের দ্বিতীয় দিনে রাজগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা করলো বিভিন্ন রাজনৈতিক দল। শনিবার বিভিন্ন রাজনৈতিক দল মনোনয়নপত্র তুললেও এদিনও সিপিআইএম ও বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়।

বিজেপি নেতা ধনঞ্জয় মল্লিক জানান, দলের পক্ষ থেকে বিন্নাগুড়ি অঞ্চলের তিনটি পঞ্চায়েত সমিতির প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া হয়েছে।পঞ্চায়েত প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন।জয়টা শুধু সময়ের অপেক্ষা।

অন‍্যদিকে সিপিএমের পক্ষ থেকেও এদিন রাজগঞ্জ বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়। এই বিষয়ে সিপিএমের লোকাল কমিটির সম্পাদক রতন কুমার রায় বলেন, আজ সিপিএমের পক্ষ থেকে মোট ৩২ জন পঞ্চায়েত প্রার্থী এবং ৭ জন পঞ্চায়েত সমিতির প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।তবে লক্ষ্যমাত্রা আরও বেশি ছিল।সঠিক পরিকাঠামোর অভাবে তা করা হয়নি।তারাও জয়ের ব‍্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী বলে জানান।

Advertisement
close