২৩ এর পঞ্চায়েত নির্বাচনে রাজগঞ্জের কনিষ্ঠা, বিজেপির প্রার্থী প্রীতিরানী সরকার। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ৪২নং বুথের প্রার্থী হলেন প্রীতিরানী। জানা গিয়েছে তার বয়স ২২ বছর৷ এত কম বয়সে রাজনীতির ময়দানে নেমে, তাক লাগিয়ে দিয়েছেন অনেককেই। তিনি মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করছেন। গতকাল সকাল থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করতে দেখা যায় প্রীতিরানী সরকারকে। পাশাপাশি প্রচারের সঙ্গে ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির বিজেপির প্রার্থী ধনঞ্জয় মল্লিক সহ অন্যান্য বুথের পঞ্চায়েত প্রার্থী সহ কর্মী সমর্থকরা।