জলপাইগুড়ি, অনুপম রায়: উত্তরবঙ্গে নানান প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলার বেলাকোবা লাগোয়া বোদাগঞ্জে অবস্থিত এই ঐতিহ্যবাহী ৫১ পিঠের ভ্রামরি দেবী মন্দিরটি। বছরের প্রতিটি দিনই ভক্তদের ভিড় দেখা যায় এই মন্দিরে। তবে ছুটির দিনগুলিতে ভক্তদের ঢল বেশি দেখা যায়। মন্দির দর্শনের পাশাপাশি প্রচুর পরিমাণে পর্যটকেরা সময় কাটানোর জন্য ভিড় করেন মন্দিরে চত্বরে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে, বলেবোম তথা শিবের মাথায় জল ঢালতে জলপাইগুড়ি ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের পাশাপাশি বোদাগঞ্জ ভ্রামরি দেবী মন্দিরে পুণ্যার্থীদের ঢল দেখা গেল এদিন সোমবার।