গাজলডোবায় মনসা পূজোর ভেলা ভাষানী দেখতে ভিড় অগুনতি মানুষের - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, গাজলডোবায় মনসা পূজোর ভেলা ভাষানী দেখতে ভিড় অগুনতি মানুষের

গাজলডোবায় মনসা পূজোর ভেলা ভাষানী দেখতে ভিড় অগুনতি মানুষের

-----------------------------------
মনসা পূজা উপলক্ষে অষ্টনাগের ভেলা ভাসানো হল গাজলডোবায়। আর সেই পুজো এবং ভেলা ভাষানী দেখতেই মানুষের ভিড় যেনো অগুনতি। প্রতিবছরের মতো এবারও রাজগঞ্জের গাজলডোবা তিস্তা নদীতে অষ্টনাগের ভেলা ভাসানো হয়। মনসা পূজা চলবে তিন দিনব্যাপী। পূজো উপলক্ষে ৭ দিন ব্যাপী মেলা বসেছে পূজো প্রাঙ্গণে। আর সেই মেলায় ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় যেনো অগুনতি।

পূজো কমিটি পক্ষথেকে জানা যায়, ২০০০ সালে বন্যায় গজলডোবায় তিস্তার চর এলাকায় প্রচুর সাপের উপদ্রব হয়েছিল। সাপের ছোবলে দুজন মারাও গিয়েছিল। ওই বছর স্থানীয় এক পুরোহিত গোবিন্দ চক্রবর্তীর পরামর্শে এলাকার বাসিন্দারা যৌথভাবে অষ্টনাগের পুজো করেন। তখন থেকে প্রতি বছর এই সময় মনসা মায়ের পূজো করার পাশাপাশি ভেলা ভাসানো হচ্ছে।

পুজো কমিটির এক সদস্য বলেন, সাপের উপদ্রব থেকে রেহাই পাওয়ার কামনায় প্রতিবছর মনসা পুজো করা হয় এবং অষ্টনাগের ভেলা ভাসানো হয়। প্রতিবছর হাজার হাজার মানুষের সমাগম হয় এই পুজোয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পূজো উপলক্ষে ৭ দিন ব্যাপী মেলার আয়োজন থাকে মন্দির প্রাঙ্গণে। মেলায় দুর দুরন্ত থেকে মানুষের ঢল নামে প্রতি মেলার দিনই । এদিন মেলা এবং মন্দিরে আসা সকল দর্শনার্থী এবং ভক্তদের জন্য আয়োজন করা হয় খিচুড়ির।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close