বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস

বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস

-----------------------------------
বেলাকোবা (Belakoba) গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস (TMC)। এদিন বৃহস্পতিবার বিকাল তিনটে সময় গ্রাম পঞ্চায়েত থেকে বেরিয়ে আসেন নতুন প্রধান পূর্ণিমা রায় (Purnima Roy) এবং উপপ্রধান মামুনি রায় (Mamuni Roy)। বৃহস্পতিবার বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের নতুন পঞ্চায়েত বোর্ড গঠনে ছিল টানটান উত্তেজনা। নির্দিষ্ট সময়ে তৃণমূল কংগ্রেসের সকল নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যা এবং বিজেপির (BJP) নবনির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যরা গ্রাম পঞ্চায়েত অফিসে হাজির হন। প্রায় তিন ঘন্টা ধরে চলে প্রধান উপপ্রধান নির্বাচনের কাজ। তৃণমূল নেতা কৃষ্ণ দাস (Krishna Das) বলেন, যারা মানুষের কাজ করতে পারবে সেরকম একজনকেই প্রধান হিসেবে ঠিক করা হয়েছে।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close