পেট্রোল পাম্পে তেলের সঙ্গে জল দেওয়ার ঘটনা ক্রমশই নানা জায়গায় শোনা যায়। এবার সেরকমই ঘটনা ঘটলো এদিন শুক্রবার রাজগঞ্জের বেলাকোবা সংলগ্ন চৌরঙ্গী মোড় পেট্রোল পাম্পে।
কয়েকটি চারচাকা গাড়ির চালকের অভিযোগ, তারা আজ তেল ভরতে গিয়েছিলেন চৌরঙ্গী পেট্রোল পাম্পে। গাড়িতে তেল ভরানোর পর, গাড়ি স্টার্ট দিয়ে একটু যেতেই গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। তৎক্ষণাৎ গাড়ির চালকেরা গাড়ির তেল চেক করতে গিয়ে দেখে, গাড়ির তেলের ট্যাংকিতে ডিজেলের বদলে রয়েছে সম্পূর্ণই জল।
পাশাপাশি, এক চরচাকা গাড়ির মালিক জানায়, পেট্রোল পাম্পেই যদি তেলের বদলে জল দেওয়া হয়, তাহলে আমরা কাকে বিশ্বাস করবো। গাড়িতে তেলের বদলে জল যাওয়াতে গাড়ির অনেক ক্ষতি হবে এবং গাড়ি থেকে তেল বের করতে গাড়ি ইঞ্জিন পরিষ্কার করতে অনেক কাজের সময় অপচয় হবে। সবমিলিয়ে অনেকটাই ক্ষতি হয়েছে। আমরা চাই আমাদের গাড়ির ক্ষতিপূরণ পাম্পের পক্ষ থেকে দেওয়া হোক।
এদিকে অভিযোগ ওঠা সেই চৌরঙ্গী পেট্রোল পাম্পের পক্ষ থেকে এক আধিকারিক জানায়, ঘটনাটি ভুল বশত হয়েছে, লাগাতার বৃষ্টির ফলে এই ঘটনা ঘটতে পারে। আমরা প্রতিদিন নিয়মিত তেল চেক করি তবে আজকে কি করে এই ঘটনা ঘটলো তা ঠিক অজানা। আজ যে সকল গাড়ি গুলিতে তেলের বদলে জল গিয়েছে সেই সব গাড়িগুলির ইঞ্জিন পরিষ্কার করে জল মিশ্রিত তেল বের করার পর অন্য জায়গা থেকে ভালো তেল দেওয়া হবে। তিনি আরো জানান এরকম ঘটনা আর ভবিষ্যতে হবে না। এই ঘটনা দেখার পর থেকেই ডিজেল দেওয়া আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। অফিসিয়াল লোক এসে সব কিছু ঠিক করার পর পুনরায় তেল দেওয়া শুরু হবে।