রক্তের সংকটে কেউ যেনো আর প্রাণ না হারায়, সেই উদ্যেশে উৎসর্গ অনুষ্ঠান বেলাকোবায়! - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, রক্তের সংকটে কেউ যেনো আর প্রাণ না হারায়, সেই উদ্যেশে উৎসর্গ অনুষ্ঠান বেলাকোবায়!

রক্তের সংকটে কেউ যেনো আর প্রাণ না হারায়, সেই উদ্যেশে উৎসর্গ অনুষ্ঠান বেলাকোবায়!

-----------------------------------
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রায়ই ব্লাড ব্যাংকগুলি কার্যত রক্ত সংকটে। ইতিমধ্যেই জেলাজুড়ে ঘটেই চলেছে একের পর এক পথদুর্ঘটনা, রক্তের অভাবে প্রাণ গেছে অনেক মানুষের। এই ধরনের ঘটনায় রক্তের সংকট বা এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তাই এবার সচেষ্ট হয়েছে জেলা পুলিশ।

আজ তথা শনিবার জলপাইগুড়ি জেলা পুলিশের (Jalpaiguri District Police) পরিচালনায়, বেলাকোবা ফাঁড়ির পুলিশ (Belakoba Outpost Police) উদ্যোগে এবং শিলিগুড়ি লাইন্স ক্লাবের সহায়তায় বেলাকোবা হরিমন্দিরের হল ঘরে একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে উৎসর্গ। এই শিবিরের পাশাপাশি দুস্থদের মশারীও বিতরণ করা হয়।

এদিন অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেয়ার পর, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠানটি। প্রথমেই রক্ত দাতাদের সঙ্গে কথা বলেন জলপাইগুড়ি পুলিশ সুপার।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, ডিএসপিডি সমীর পাল, রাজগঞ্জ আই সি পঙ্কজ সরকার, বেলাকোবা ফাঁড়ির পুলিশ বুধ্যদেব ঘোষ, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার, রাজগঞ্জ জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার। আরো অনেকে।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close