বেলাকোবার মালিভিটায় অনুষ্ঠিত হল, নাইট ফুটবল পেনাল্টি শুট-আউট - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, বেলাকোবার মালিভিটায় অনুষ্ঠিত হল, নাইট ফুটবল পেনাল্টি শুট-আউট

বেলাকোবার মালিভিটায় অনুষ্ঠিত হল, নাইট ফুটবল পেনাল্টি শুট-আউট

-----------------------------------
রবিবার রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটায়, মালিভিটা যুব শক্তি ক্লাবের পরিচালনায় এই খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি প্রায় রাত আটটার নাগাদ শুরু হয় এবং শেষ হয় প্রায় রাত্রি ১২ টার পর। ফুটবল মাঠে নামিয়ে খেলার শুভ সূচনা করেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্যা পূর্ণিমা রায়।

কমিটি সূত্রে জানা গেছে খেলায় মোট ৩২ টি টিম অংশ গ্রহন করেন। যদিও খেলার চাহিদা এতই ছিল প্রথম দিকে প্রায় ৪২ টি টিম হাজির হয় ময়দানে, তবে কমিটির সিদ্ধান্তে ৩২ টি টিমেরই খেলার আয়োজন করা হয়। রাত্রি হলেও খেলা দেখতে ভিড় জমান প্রায় অনেক মানুষ। টানটান উত্তেজনায়, রাত ১২ টা নাগাদ ফাইনাল খেলা শুরু হয়। সেখানে চ্যাম্পিয়ন হয় তরুণ একাদশ, এবং রানার্স হয় ভান্ডাপুর। চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কারে একটি কাপের সঙ্গে ১০ হাজার টাকা ও রানার্স টিমকেও একটি কাপের সঙ্গে নগদ ৭ জাহার টাকা প্রাইজ মানি দেওয়া হয়।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close