বেগুন বাগান থেকে উদ্ধার অজগর সাপ, চাঞ্চল্য রাজগঞ্জের মালিভিটায় - KhabarBanga.In - খবর বঙ্গ! Breaking news! Latest news in bengali! Today News, বেগুন বাগান থেকে উদ্ধার অজগর সাপ, চাঞ্চল্য রাজগঞ্জের মালিভিটায়

বেগুন বাগান থেকে উদ্ধার অজগর সাপ, চাঞ্চল্য রাজগঞ্জের মালিভিটায়

-----------------------------------
অনুপম রায়, বেলাকোবা: বেগুন বাগান থেকে উদ্ধার বিশালাকার অজগর সাপ। আর সেই সাপটিকে দেখতে ভিড় স্থানীয় উৎসুক জনতার। এদিন ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন শনিবার সকাল নাগাদ, বেগুন বাগানে কাজ করতে এসে অজগর সাপটিকে দেখতে পান স্থানীয়রা৷ সাপটি বেগুন বাগানের ঘেরার জলে আটক হয়ে ছিল। আর সেই অজগর সাপের খবর ছড়ায় এলাকায়।

এলাকাবাসীরা সেই অজগর সাপটিকে দেখতে ভিড় জমান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন দপ্তরে। কিছুক্ষন পরেই বনকর্মীরা এসে অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তরের আধিকারিকেরা জানায়, প্রথমে অজগরটিকে প্রাথমিক চিকিৎসা করা হবে, তারপর সুস্থ হয়ে গেলে, অজগরটিকে বৈকন্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
-----------------------------------

Advertisement

Google News

Google News

Follow Us On Google News Click here
close