ভারত হেরে যাওয়ায় আত্মঘাতী বাংলার যুবক - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! ভারত হেরে যাওয়ায় আত্মঘাতী বাংলার যুবক

ভারত হেরে যাওয়ায় আত্মঘাতী বাংলার যুবক

বিশ্বকাপ ফাইনালে (World Cup finals) অস্ট্রেলিয়ার (Australia) কাছে ভারতীয় (India) ক্রিকেট দলের হারে হৃদয় ভেঙেছে কোটি কোটি দেশবাসীর। ম্যাচ হারার পর থেকে কেউ কান্না চেপে রাখতে পারেননি, তো কেউ মনের দুঃখে চুপ হয়ে গিয়েছেন। কিন্তু বাঁকুড়া জেলার বেলিড়াতোড়ের এক যুবক বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের ধাক্কা সহ্য করতে পারেননি। রবিবার রাতে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। আত্মঘাতী যুবকের নাম রাহুল লোহার (২৩)। পরিবারের দাবি, বিশ্বকাপ ফাইনালে ভারতের হারে মানসিকভাবে ভেঙে পড়েন রাহুল। সেই শোক সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন।রাত ১১টা নাগাদ রাহুলের ঝুলন্ত দেহ দেখতে পান তাঁর ভাই। সঙ্গে সঙ্গে উদ্ধার করে রাহুলকে বেলিড়াতোড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এর পর বেলিয়াতোড় থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া (Bankura) সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে রাহুলের আত্মহত্যার (Suicide) বিষয়ে তাঁর জামাইবাবু জানান, “ও ভারতকে খুব সমর্থন করত। কাল ভারতের হেরে যাওয়া ও সহ্য করতে পারেনি। ঘরের চালের মধ্যে গলায় দড়ি দেয়। বাড়িতে তখন কেউ ছিল না। ওর ভাই বাড়িতে ছিল না। বাবা-মা অন্য দিকে ছিল। ওর ভাই এসে দেখে রাহুল ঝুলছে। ও খুব ভালো ছেলে ছিল। সবাই ওকে ভালবাসত। কারও সঙ্গে কোনও ঝামেলা ছিল না। একটা কাপড়ের দোকানে কাজ করত।”

Advertisement
close