শুরু হল মালিভিটার ৫ দিনের রাসমেলা - Khabar Banga | খবর বঙ্গ! - Breaking News! Latest News in Bengali! Today News Jalpaiguri! শুরু হল মালিভিটার ৫ দিনের রাসমেলা

শুরু হল মালিভিটার ৫ দিনের রাসমেলা

অনুপম রায়, বেলাকোবা: পাঁচদিন ব্যাপী মালিভিটা রাসমেলা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এবার এই মালিভিটার রাস মেলা দীর্ঘ ৩৮ বছরে পদার্পণ করতে চলেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মেলার উদ্বোধন হবে। মানব জীবনের সাথে পরমাত্মার মিলনই হল রাস উৎসবের মূল উদ্দেশ্য। রাজ্য-সহ ভিন রাজ্যের বিভিন্ন জায়গায় রাস উৎসবে মেতে ওঠে বাঙালি থেকে অবাঙালি সকলেই। জলপাইগুড়ি জেলাতেও মহাসমারোহে পালিত হয় রাস উৎসব। তারই মধ্যে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সংলগ্ন মালিভিটার রাস মেলাও একটি ঐতিহ্যবাহী রাস মেলা!
মেলা কমিটির সম্পাদক বাপ্পা রায় বলেন, প্রথম থেকেই আমাদের রাস উৎসব উপলক্ষ্যে মেলা পাঁচদিন ধরে চলে আসছে। এবারও মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, শিশুদের রাইড নিয়ে আসা হয়েছে। ৩৮ তম বর্ষের এই মেলায় বিশেষ আকর্ষণ রাজবংশী সম্প্রদায়ের পালা গান। তবে মেলা শুরুর প্রথমদিন বৃহস্পতিবার স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে। দ্বিতীয়দিন শুক্রবার রাজবংশী পালা শ্বশুরের বেইমানি বউমার দস্যু রানি মঞ্চস্থ হবে। অভিনয় করবেন জলপাইগুড়ির কলা কুশলীরা।

২ ডিসেম্বর শনিবার পটপটিয়া গোঁসাই, জ্ঞানী বালা পালা রয়েছে। ৩ ডিসেম্বর অধিকার পায়া নারী, ভাঙিলো সুখের বাড়ি রাজবংশী পালা। ২ এবং ৩ তারিখ রাজবংশী পালা গানের অভিনয় করবেন কোচবিহারের মানিকগঞ্জের কলা কুশলীরা।

মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের রাইড। বুধবারই নাগরদোলা বসানো হয়েছে। খাবার, হস্তশিল্প সামগ্রী, গরম পোশাক, প্রসাধনী সামগ্রীর দোকান সহ কয়েকশো স্টল বসছে মেলার মাঠে। মেলা আয়োজকদের দাবি, রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটার রাস মেলা দেখতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে লোকজন আসে। মেলায় প্রতিদিন হাজার দশেক মানুষের সমাগম হয়।

Advertisement
close